সেপ্টেম্বর ৩০, ২০২০
আনুলিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ডেস্ক রিপোর্ট : অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে আশাশুনির আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় আনুলিয়া ইউনিয়নের একসরা বাজারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন এলাকার সহস্রাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনির বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ২০১১ ও ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে সাতক্ষীরা শহরের সুলতানপুরে গড়ে তুলেছেন আলিশান চারতলা বাড়ি। পাশেই কিনেছেন আরো একটি প্লট। বিছট গ্রামে পাউবোর জায়গা দখল করে পিতার নামে বানিয়েছেন দোতলা বাড়ি। অবৈধভাবে উপার্জিত অর্থ ব্যয় করে এলাকায় গড়ে তুলেছেন একটি সন্ত্রাসী বাহিনী। তার এই সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকার সাধারণ মানুষ সব সময় ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। ফলে কেউ তার এসব অপরাধের প্রতিবাদ করতে সাহস পায় না। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে মারপিট করে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের অধীনে কর্ম-সৃজন কর্মসূচি, কাবিটা, কাবিখা, এলজিএসপি, এডিপিসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। কিন্তু চেয়ারম্যান লিটন ও দায়িত্বপ্রাপ্ত অসাধু সরকারি কর্মচারীরা পরস্পর যোগসাজশে উল্লিখিত প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন। ইউপি সদস্য জিয়ারুল, শওকত সানা, ভুয়া ইউপি সদস্য আলম হোসেন, সফিকুল ইসলাম মুকুল ও তার স্ত্রী ভুয়া ইউপি সদস্য নার্গিস সুলতানার সহযোগিতায় সরকারি বরাদ্দের এসব টাকা চেয়ারম্যান নিজে আত্মসাৎ করেছেন। একই স্থানে ভিন্ন নামে একাধিকবার প্রকল্প দেখিয়ে, আবার কখনো ভাল জায়গায় প্রকল্প দেখিয়ে বরাদ্দ দিয়ে টাকা তুলে নিয়েছেন। কর্ম-সৃজনের শ্রমিক দিয়ে মাটির কাজ করে একই স্থানে এলজিএসপির প্রকল্প দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান লিটন নিজে ব্যর্থ হয়ে জনগণের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের এই মানববন্ধন কর্মসূচি পুলিশ দিয়ে বানচাল করার চেষ্টা করেছিল। নিজের অপরাধ ঢাকতে সে পুলিশ দিয়ে জনগণের কণ্ঠরোধ করা চেষ্টা করছে। কিন্তু সকল বাধা উপেক্ষা করে আনুলিয়ার সাধারণ জনগণ চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে এক হয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেছে। বক্তারা আনুলিয়া ইউপি চেয়ারম্যান লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্নীতি দমন কমিশন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপিও প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সানা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক আসাদুজ্জামান প্রমুখ। 7,988,364 total views, 131 views today |
|
|
|