ডেস্ক রিপোর্ট : একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর দেয়া অভিযোগটির তদন্তের নির্দেশ দেয়া হলেও তা পাশ কাটিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা চালাচ্ছেন। শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আগরদাঁড়ী এলাকাবাসীর পক্ষে আক্তারুল ইসলাম। লিখিত বক্তব্যে জানান, আগরদাঁড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১১ মার্চ ২০২০ তারিখে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তার পুত্র খায়রুল ইসলামকে অবৈধভাবে নিয়োগ দেয়ার জন্য প্রভাব খাটাতে থাকে। বিগত ম্যানেজিং কমিটি গঠনের পূর্বে অনুষ্ঠিত নির্বাচনে ইয়াহিয়া মোল্লাহর প্যানেলের মো. আংগুর হোসেন, মো. মঞ্জুরুল হক ও সোহাগী পারভিন নির্বাচিত হন। নিজের প্যানেল জয়লাভ করায়, ইয়াহিয়া মোল্লাহ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন।