ডেস্ক রিপোর্ট : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৪ মাসের অন্তঃসত্বা বাচ্চা নষ্টের মামলা তুলে নিতে খুন জখম এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনির কাকবাসিয়া গ্রামের জালাল গাজীর ছেলে রাসেল গাজী। লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাকবাসিয়া গ্রামের জালাল গাজীর পুত্র মামুন গাজী ও রুবেল গাজী, চেউটিয়া গ্রামের মৃত ওমর গাজীর পুত্র মো. আশরাফুল গাজী, কাকবাসিয়া গ্রামের মামুন গাজীর স্ত্রী সালমা খাতুন, জালাল গাজীর স্ত্রী শাহানারা খাতুন, সালাম গাজীর ছেলে হাসান গাজী ও শাহিন গাজীদের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৩ আগস্ট বেলা ৯টার দিকে আমার বাড়ির মধ্যে দলবদ্ধ হয়ে লোহার রড, ধারালো দা, হাতুড়ি, বাশের লাঠিসোঁটা নিয়ে বে-আইনিভাবে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। মৌখিকভাবে আমি প্রতিবাদ করার আমাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।