আগস্ট ২১, ২০২০
২১ আগস্ট উপলক্ষে জেলা যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠান
রাকিবুল ইসলাম : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সাতক্ষীরায় দোয়া প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪টায় সদর উপজেলা অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মুনসুর আহমেদ বলেন, ‘আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী। ২০০৪ সালে এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য করে গ্রেনেড হামলা করে। দলীয় নেতা কর্মীরা তাকে রক্ষা করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পর্যন্ত ১৯ বার হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এই দিনে আইভি রহমানসহ ২৪জন নেতা-কর্মী প্রাণ হারান ও আহত হন অনেকে’ আমারা তাদের রুহের মাগফিরাত করে দোয়া প্রার্থনা করি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আব্দুর রশিদ, জেলা যুবলীগের এক নং সদস্য স ম আব্দুস সাত্তার, জেলা যুবলীগ সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা যুবনেতা ও সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, যুবনেতা শেখ সালাউদ্দিন, যুবনেতা শেখ আব্দুল হালিম, যুবনেতা মিলন রায়, যুবনেতা শেখ আলমগীর হোসেন, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, যুবনেতা এম জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, যুবনেতা রকি ও ছাত্রনেতা আশিক রেজা অপু, ছাত্রনেতা আসিফ মাহমুদ মমিন সহ প্রমুখ। 8,947,612 total views, 3,362 views today |
|
|
|