আগস্ট ২৭, ২০২০
সাতক্ষীরা সিবি হাসপাতালে এই প্রথম সফল হিপ রিপ্লেসমেন্ট করলেন ডা. মাহমুদুল হাসান পলাশ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এই প্রথম টোটাল হিপ রিপ্লেসমেন্ট (হিপ জয়েন্ট প্রতিস্থাপন) করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাতক্ষীরা সিবি হাসপাতালে ডা. মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে তার টিম এই জটিল অপারেশনটি সম্পন্ন করেন। বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দীর্ঘ ৩ঘন্টার সফল এই অপারেশনের এনেস্থিসিয়ার দায়িত্বে ছিলেন ডা. রাজীব কাউসার। রোগী কলারোয়ার মালেশিয়া প্রবাসী নির্মাণ শ্রমিক আশরাফুল আলমের শরীরে এই অপারেশন করা হয়। তার পরিবারের সদস্যরা জানান, বিদেশে কর্মকালীন সময়ে উঁচু ভবন থেকে নীচে পড়ে মারাত্মক আহত হন। সেখানে চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও দীর্ঘ দিন থেকে মাজার সমস্যাই ভুগছিলেন। প্রথমে ডাক্তার আমাদের পরামর্শ দিয়েছিলেন তাকে ভারতে নিয়ে যেতে। কিন্তু করোনার কারণে আমরা ভারতে যেতে পারিনি পরে সাতক্ষীরা সিবি হাসপাতালে ডা. মাহমুদুল হাসান পলাশের পরামর্শে আমরা তার হিপ রিপ্লেসমেন্ট অপারেশনের সিদ্ধান্ত নেই। সাতক্ষীরায় থেকে এত বড় অপারেশন সফল হয়েছে ভাবতে অবাক লাগে। সিবি হাসপাতালে স্বল্প খরচে আমরা ভাল চিকিৎসা সেবা পেয়েছি। তিনি এখন সুস্থ আছেন। এ বিষয়ে ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে সল্প খরচে এই প্রথম জটিল অপারেশনটি করতে পেরে আমি খুশি। আগামীতে আমি হাঁটু প্রতিস্থাপনের অপারেশন করতে চাই। সাতক্ষীরার মত ছোট শহরে সিবি হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার আছে বলেই এত বড় অপারেশন করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে সিবি হাপাতালে পরিচালক এ কে এম খালিদুর রহমান জানান, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটার থাকার কারণে আমরা বড় ধরনের অপারেশন করা চ্যালেঞ্জ নিতে পারছি। এটা সাতক্ষীরাবাসীর জন্য সুখবর। রোগীদের সেবার মান বৃদ্ধি করতে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। হিপ রিপ্লেসমেন্ট বা আরথ্রোপ্লাস্টি অপারেশনের সাহায্যে হিপের (মাজার) জয়েন্টের অকেজো অংশ, আর্টিফিসিয়াল (কৃত্তিম) হাড় দিয়ে বদলে দেওয়া হয় । এই আর্টিফিসিয়াল অংশটিকে প্রস্থেসিস বলা হয় । সাধারণত মাজার ব্যথা, চলাফেরা ও কাজকর্ম করার সমস্যা দূর করতে এই অপারেশন করা হয়। 8,958,204 total views, 13,954 views today |
|
|
|