নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জি.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় পুরাতন সাতক্ষীরাস্থ জি.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নির্মাণ কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন তিনি। এনবিআইডিজিপিএস প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষ ৭১ হাজার ১শ’ ২৫ টাকা ব্যয়ে ৫তলা ভিত বিশিষ্ট ২তলা নতুন ভবন সাতক্ষীরা এলজিইডির বাস্তবায়নে নির্মিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্মাণ কাজের ঠিকাদার শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।