আগস্ট ৪, ২০২০
সবার প্রিয় কালিগঞ্জের তোতা স্যার আর নেই
নিজস্ব প্রতিনিধি: হাজার হাজার শিক্ষার্থী, প্রতিবেশী ও স্বজনদের কাদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তোতা স্যার নামে পরিচিত কাজী নুরুল ইসলাম ওরফে তোতা (৭৮)। কালিগঞ্জ উপজেলার কুশুলিয়ায় অবস্থিত নিজ বাড়িতে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকাল ৬ টার দিকে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতী নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অন্তরে লালন করে তিনি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে শিক্ষার আলো ছড়ানোই ছিল প্রয়াত এই শিক্ষকের মূল লক্ষ্য। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী নুরুল ইসলাম তোতা’র মৃত্যুতে কুশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক জ্ঞাপন করেছেন এবং মরহুরের রূহের মাগফিরাত কামনা করেছেন। 8,957,506 total views, 13,256 views today |
|
|
|