আগস্ট ২৪, ২০২০
শ্যামনগরে ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ২১শে আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকাল ৫ টায় শ্যামনগর সদর চেয়ারম্যান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জি এম আকবর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জহুরুল হায়দার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্বরোচিত ও ন্যক্কারজনক এই গ্রেনেড হামলায় যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিই একমাত্র কাম্য। স্বাধীনতা বিরোধী অপশক্তি স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সভাপতি তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে সমূলে ধ্বংসের পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। আমরা তাদের শাস্তি দাবি করছি’। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেখা রানী, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, কাশিমাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শমসের ঢালি, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, তাঁতী লীগের আহŸায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, সদস্য সচিব নাসিম হায়দার রিপন, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুর রশিদ, ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির সানা, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক আব্দুল মজিদ, উপজেলা সৈনিক লীগের আহŸায়ক আব্দুর রব, সদস্য সচিব আনিসুর রহমান, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক আল মামুন লিটন। আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন শ্যামনগর সরকারি মহসিন কলেজ মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. রবিউল ইসলাম। 8,953,787 total views, 9,537 views today |
|
|
|