আগস্ট ১৬, ২০২০
শ্যামনগরে জাতীয় শোক দিবস পালিত
শ্যামনগর অফিস : শোকাবহ ১৫ আগস্ট শনিবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ভয়াবহ করোনার কারণে, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বে-সরকারী বিভিন্ন সংগঠন ছোট পরিসরে দিবসটি পালন করেছে। শনিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের নূতন ভবনের সামনে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধা জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন,। পরস্পর শ্রদ্ধা জানান, শ্যামনগর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, শ্যামনগর থানা, উপজেলা আওয়ামী লীগ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকিল হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস ছাত্তার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ সুধীজন। যোহর বাদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অপর দিকে বিকাল ৫টায় শ্যামনগর সিটি সুপার শপ সেন্টারে শ্যামনগর সদর চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. এস এম জহুরুল হায়দারের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, নকিপুর মডেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মূর্খার্জী ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর থানার তদন্ত ইনচার্জ ইয়াছিন আলী সহ সুধীজন। ১৯৭৫ সালের এই দিনের কালরাতে বিপথগামী সৈনিকের হাতে স্ব-পরিবারে প্রাণ দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে দিবসটি যথাযথ মর্যাদায় আ’লীগ জাতীয় শোক দিবস পালন করে আসছে। 8,952,066 total views, 7,816 views today |
|
|
|