মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির বিশেষ অভিযানে দুই লক্ষাধিক টাকার কাঁকড়া জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। সোমবার রাত ১০টায় মুন্সিগঞ্জ ¯øুইস গেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিন ঝুড়ি ও ১০ বস্তা অবৈধ কাঁকড়া জব্দ করে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও সদস্য মো. মিজানুর রহমান। রাতে জব্দকৃত অবৈধ কাঁকড়া মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে রাখা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কাঁকড়াগুলো মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়। এ সময় রেঞ্জ সহকারী কর্মকর্তা সুলতান মাহমুদ, কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাঈদ, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন খানসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
8,947,569 total views, 3,319 views today