ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ নাসেরুল হক। আরোও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ রফিকুর রহমান লাল্টু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামান, সাইদুর রহমান শাহীন, আল আমিন কবির চৌধুরী ডেভিড, রাশেদুজ্জামান সুমন সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের ইমাম জনাব মো. শহিদুল ইসলাম।