আগস্ট ১৮, ২০২০
জনতা ব্যাংক আগরদাঁড়ী শাখার উদ্যোগে বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জন্ম-শত বার্ষিকী উপলক্ষে আগড়দাঁড়ীতে বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করে জনতা ব্যাংক লিমিটেড আগরদাঁড়ী শাখার আয়োজনে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ বৃক্ষ বিতরণ করা হয়। জনতা ব্যাংক লিমিটেড আগরদাঁড়ী শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনতা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা এরিয়া প্রধান সহকারী মহা-ব্যবস্থাপক মো. জাকির হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ, আগড়দাঁড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজনুর রহমান মালি, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের এসপিও শেখ বে-নজীর আহম্মেদ প্রমুখ। জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন, সাতক্ষীরার সভাপতি একরামুল কবীর খান চৌধুরী, কার্যকারী সভাপতি মো. আব্দুল গনি, সেক্রেটারি মো. আব্দুল হান্নান। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র অফিসার মো. অলিউন নাসির, সিনিয়র অফিসার অমিত কুমার ঘোষ, ঋণ ও অগ্রিম বিষয়ক কর্মকর্তা মো. হাসান কবীর, সিনিয়র অফিসার নাসির উদ্দিন , গৌতম কুমার রায় চৌধুরী। উক্ত অনুষ্ঠানের সভাপতি জনতা ব্যাংক লিমিটেড আগরদাঁড়ী শাখার সহকারী ব্যবস্থাপক মো. কারিমুছ শাহাদাত সমাপনী বক্তব্য শেষে শাখার উদ্যোগে উপস্থিত অতিথিদের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে পাঁচ শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। 8,951,768 total views, 7,518 views today |
|
|
|