আগস্ট ২৫, ২০২০
গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ভাঙন কবলিত পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন, এলাকার মানুষের সাথে মতবিনিময় এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন সংস্থার সভাপতি ফারুক হোসাইন। এ সময় সংগঠনের সহ-সভাপতি মামুন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান প্রিন্স, কার্যকরী সদস্য আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ দিন আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন সড়কে, বাধের উপরে আশ্রয় নেওয়া ২শ হত-দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পান এবং গত বৃহস্পতিবার ও শুক্রবার নদীর পানি বৃদ্ধি ও প্রচুর বৃষ্টিপাতে প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের একাধিক স্থানে পাউবো’র ভেড়ী বাঁধ ও রিং বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। ইউনিয়ন ৩টির ৪৮টি গ্রামের ৮০ সহ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন ভাঙন কবলিত মানুষের সাথে দেখা করে তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন সংস্থার সদস্যরা। 8,956,972 total views, 12,722 views today |
|
|
|