আগস্ট ২১, ২০২০
আশাশুনিতে মুসল্লিদের সাথে ওসির মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : জুম্মা নামায শেষে মসজিদের মুসল্লিদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও করোনা প্রতিরিধে করণীয় বিষয়ক মতবিনিময় করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া জামে মসজিদে শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজ শেষে মতবিনিময়কালে তিনি বলেন, অপরাধ দমনে বাবা মা’র ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকরা সšত্মানদের প্রতি আরও সচেতন হলে দেশে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যেত। কারণ সšত্মানের প্রথম পরিবর্তন প্রথমে তাদের চোখেই ধরা পড়ে। এগুলোকে এড়িয়ে বা প্রশ্রয় না দিয়ে তাদের সাথে কথা বলে সংশোধন করতে হবে। কোন ভাবেই যদি তাদের ফেরানো না যায় তখন অবশ্যই পুলিশের শরণাপন্ন হতে হবে। স্কুলে ছেলে মেয়ে পাঠিয়েই বাবা-মাকে নিশ্চিšেত্ম বসে থাকলে চলবে না। সবসময়ই তাদের খোঁজ খবর নিতে হবে। তিনি আরও বলেন, আশাশুনি থানাতে যতদিন আছি ‘পুলিশ জনগণের বন্ধু’ ততদিন এটাকে প্রমাণ করে যাব। আপনারা প্রকৃতভাবে পুলিশের সেবা পাবেন এ কথা জোর দিয়ে বলতে পারি। কারণ ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন এখন থানায় গেলে এজাহার, অভিযোগ, জিডি করতে কোন টাকা লাগে না। কোন দালাল ছাড়া আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। যেকোনো প্রয়োজনে আমাকে আমিসহ আমার পুলিশ সেবা দিতে সবসময় আপনাদের পাশে থাকবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন এসআই হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স, মসজিদের সভাপতি ও মুসল্লিবৃন্দ। 8,950,712 total views, 6,462 views today |
|
|
|