আগস্ট ৬, ২০২০
আশাশুনিতে নও মুসলীম সাথী ঢাকা থেকে উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : বাগেরহাট জেলার ধর্মান্তরিত সাথীকে ঢাকা থেকে উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। তাকে স্বামী ও শ^শুরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার গরীবপুর গ্রামের ভবতোষ গাইনের মেয়ে সাথী গাইন (২৩) ঢাকায় পড়ালেখা করার সময় তার সহপাঠি আশাশুনির আনুলিয়া ইউনিয়নের আনোয়ার তৌহিদের ছেলে নূরে আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে সাথী গাইন ইসলাম ধর্ম গ্রহন করে সাথী ইসলাম নাম ধারণ করে নূরে আলমের সাথে বিয়ে করেন। 8,956,302 total views, 12,052 views today |
|
|
|