আগস্ট ১৯, ২০২০
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় শফিউল বারির স্মরণ সভা ও দোয়া
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, জাতীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারির স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভূট্টোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম-আহŸায়ক শেখ তারিকুল হাসান। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সদস্য সচিব শাইন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালাউদ্দিন, জেলা মৎস্যজীবীদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মাহমুদুল হক, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান খোকা, শহর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, সদর থানার যুগ্ম আহŸায়ক আব্দুল আলিম, পৌর সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ফরিদুজ্জামান ফরিদ, শেখ আজিজুর রহমান সেলিম। আরো উপস্থিত ছিলেন সকল উপজেলা শহর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে অ্যাড. মাহমুদুল আলম দোহান, আব্দুস সবুর, শাহরিয়ার জামান, হাফিজুর রহমান, শিবলু, বাকী বিল্লাহ, মনিরুজ্জামান, মির্জা আতিয়ার, মিয়ারাজ আলী, আজহারুল, রাজু, রায়হান, আলম, শাহীন। এ সময় প্রধান অতিথি বলেন আজ আমরা এমন একজন ব্যক্তির স্মরণ সভায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি যিনি ছিলেন আমাদের অতি আপন। যিনি হাসিনা বিরোধী আন্দোলনে অকুতভয় সৈনিক ছিলেন রাজ পথে। প্রিয় ভাইয়া আমার দেশ বাঁচায় মানুষ বাঁচায় আন্দোলনের শফিউল বারি ছিলেন একজন অন্যতম নায়ক। বার বার গ্রেফতার হয়েছিলেন তিনি এই হাসিনা সরকারের হাতে কখনো বিচলিত হননি। যতবার গ্রেফতার হয়েছে ততবার কারামুক্তি হয়ে নতুনভাবে উজ্জীবিত হয়ে দেশ বাঁচাও আন্দোলনকে আরো ত্বরান্বিত করেছে। শফিউল বারিকে হারিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয়তাবাদী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ আমাদের নেতা শফিউল বারির আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সেই সাথে সাথে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সুস্থতা কামনা করি। 8,956,497 total views, 12,247 views today |
|
|
|