আগস্ট ১৬, ২০২০
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপির সহধর্মিণীর চেহেলাম অনুষ্ঠিত
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ শাহী জামে মসজিদে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির সহধর্মিণী মিসেস ইলা হকের চেহেলাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বাদ আছর আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিসেস ইলা হকের স্মৃতিচারণ এবং পবিত্র কোরআন ও হাদীসের আলোকে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাও. মো: আবু সাঈদ রংপুরী। মিলাদ শরীফ ও কেয়াম পরিবেশন করেন অত্র শাহী জামে মসজিদের পেশ ইমাম মাও. মো: আশরাফুল ইসলাম আজিজী ও হাফেজ মো: হাবিবুর রহমান। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন, জামাতা অধ্যাপক ডা: কামরুজ্জামান মন্টা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও পাক রওজা শরীফের খাদেম মো: আব্দুর রাজ্জাক, মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: এনামুল হক খোকন, সহ-সম্পাদক মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা মো: সাইদুর রহমান, মো: ইউনুস, আবুল ফজল শিক্ষক, মো: শফিকুল আনোয়ার রঞ্জু সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, দেবহাটা উপজেলার পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড. স ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মো: মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন পাড়, মুক্তিযোদ্ধা আবু দাউদ, হাফেজ মো: শামছুল হুদা, নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লাহ কলেজের সিনিয়র প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), গোলাম মুক্তাদির, মোখলেছুর রহমান মুকুল, সংবাদ কর্মী মো: রফিকুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাতক্ষীরা-৩ তথা বিভিন্ন এলাকা হতে আগত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীবৃন্দ, মরহুমার অন্যান্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লী। 8,960,996 total views, 16,746 views today |
|
|
|