নিজস্ব প্রতিনিধি : সুলতানপুর কাজীপাড়ায় গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের অবসরপ্রাপ্ত নায়েক কাজী আব্দুল মোমিন (৭০)। রবিবার (১৬ আগস্ট) দুপুর ২ টায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। তিনি সুলতানপুর কাজীপাড়ার মৃত আব্দুল হামীদের পুত্র। আব্দুল মোমিন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ১৫ আগস্ট দুপুর ১.৩০ টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কাজী আব্দুল মোমিন চাকরি কালীন থাকা অবস্থায় জয় ও সংবিধান পদক পেয়েছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/