Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা মেডিকেল কলেজে হাইফ্লো অক্সিজেন ক্যানুলা প্রদান

নিজস্ব প্রতিনিধি : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হাইফ্লো অক্সিজেন ক্যানুলা প্রদান করা হয়েছে। নাভানা গ্রæপের সহযোগিতায় মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলামের নিকট এটি হস্তান্তর করেন আমাদের সময়ের ক‚টনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন।

এ সময় মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মানস কুমার মন্ডল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। হাইফ্লো অক্সিজেন ক্যানুলা গ্রহণ করে সামেকের তত্ত¡াবধায়ক বলেন, ‘করোনা সংকটকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version