আগস্ট ১২, ২০২০
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ডাঃ রুহুল হকের স্ত্রী ইলা হক: সাঈদ মেহেদীর শোক
নিজস্ব প্রতিনিধি: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হকের সহধর্মিণী ইলা হক (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ আগস্ট) রাত ৯ টায় ৫৫ মিনিটের দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশ্বস্ত সূত্র জানান, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হকের স্ত্রী দীর্ঘ ৭ বছর যাবত ক্যান্সার রোগে ভুগছিলেন। গত ৯ আগস্ট তার অবস্থা আশঙ্খ্জনক হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত ৯ টায় ৫৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতেই তাকে ঢাকা থেকে স্বামীর বাড়ি নলতায় নিয়ে আসা হবে। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে । এদিকে রুহুল হকের স্ত্রী ইলা হকের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন 8,954,659 total views, 10,409 views today |
|
|
|