Site icon suprovatsatkhira.com

সখিপুরে মিড নাইট সানের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি : বে-সরকারি সেবামূলক প্রতিষ্ঠান মিড নাইট সানের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অতি দরিদ্র তিনজন শিক্ষার্থীকে প্রথম কিস্তিতে ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ সময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক ও মিড নাইট সানের সহ-সভাপতি মো. আবু রায়হান তিতু এবং শিক্ষক/শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version