শ্যামনগর অফিস : শ্যামনগরের কাশিমাড়ীতে বখাটেদের অনৈতিক কর্মকান্ডে বাঁধা দেওয়ায় এক বিধবার ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৭ আগস্ট) কাশিমাড়ীর গাংআটি গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর স্ত্রী আমিরন নেছা শ্যামনগর থানায় দায়েরকৃত অভিযোগে জানান, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি তার পুত্র আলমগীরের বাড়িতে থাকায় বখাটেরা উৎপাত করতে থাকে। একই এলাকার ফারুক হোসেন, হাবিবুল্লাহ, হোসেন আলী ও হাসান আলী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন মাদকের আকড়া বসিয়ে জুয়াড়িপনা লিপ্ত কাজে তার পুত্র মন্তেজ আলী তাদের অনৈতিক কর্মে বাঁধা প্রদান করে। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে গত ৬ আগস্ট সন্ধ্যা প্রায় ৬ টার দিকে আমিরন বিবির বসত বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করে ঘর ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। বখাটেরা উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় তাদের অনৈতিক কর্মে প্রতিবাদ করতে কেহ সাহস পায় না। মন্তেজ আলীর দোকানের বকেয়া টাকাও পর্যন্ত বখাটেরা না দিয়ে বিভিন্ন তাল-বাহানা ও হুমকি প্রদর্শন করে।
এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশের এস আই খবির উদ্দীন জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের সত্যতা পাওয়ায় আইনি প্রক্রিয়াধীন রয়েছে।