Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে নারী উন্নয়ন সংগঠনের কর্মশালা

শ্যামনগর অফিস : শ্যামনগরে সরকারী বে-সরকারী নারী উন্নয়ন সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে ২ দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টের হলরুমে জেন্ডার বিষয়ক ও সহিংসতা প্রতিরোধ কর্মশালায় সভাপতিত্ব করেন নারী উন্নয়ন সংস্থা প্রেরণার পরিচালক স্বম্পা গোস্বামী। কর্মশালার উদ্বোধন করেন বে-সরকারী সংস্থা সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান।

খ্রিস্টান এইড এর প্রোগ্রাম ম্যানেজার শামসুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার, রিনা পারভীন, কামরুজ্জামান, সুশীলনের প্রোজেক্ট অফিসার সাজ্জাদ হোসে সাজু প্রমুখ। খ্রিস্টান এইড, সুশীলন, অক্সাফার্ম, প্রেরণা, মিশন, মহিলা উন্নয়ন সংস্থা, স্বপ্ননীড়, মরমী নারী ও উন্নয়ন সংগঠন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রথম দিবসে কর্মশালায় জেন্ডার বিষয়ক ও সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মপন্থার উপর আলোকপাত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version