নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে সুশীলনের আয়োজনে এবং অক্সফাম এর সহযোগিতায় গণতান্ত্রিক সুশাসনে জন সম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ¥াষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে সাবেক চেয়ারম্যান এস ডি জি বাস্তবায়ন কমিটির সভাপতি ওয়াসিম কুমার জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। সভায় এসডিজি এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বিস্তার আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সাবেক ভাইস প্রিন্সিপাল নাজিম উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম আকবর কবির, বারসিক এর কর্মকর্তা গাজী আল ইমরান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিকল’২১ এর প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন।
শ্যামনগরে এসডিজি অর্জনে নেটওয়ার্কের ষান্মাষিক সভা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/