নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ভিন্নধর্মী প্রচারণা নিয়ে মাঠে নেমেছে উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম।
সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ইউনিট এর বাস্তবায়নে ও শ্যামনগর (সদর) ইউনিটের সহযোগিতায় তারা সপ্তাহব্যাপী করোনা ভাইরাস নির্মূলে সচেতনতামূলক প্রচারণা শুরু করে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এ প্রচারণা শুরু হয়, যা আগামী ২ রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এই কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনে শ্যামনগর সদর হাসপাতাল, মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর কাঁচা বাজার সংলগ্ন এলাকায় সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে প্লাকার্ড প্রদর্শন করা হয়।
উক্ত প্লাকার্ডে শোভা পায় ঘরের বাইরে বের হলে অবশ্যই মুখে মাক্স পরিধান করুন, পুলিশের ভয়ে মাক্স পারেন কেন? নিজের সুরক্ষার জন্য মাক্স ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং নিজে সচেতন হোন অপরকে সচেতন করুন, নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করুন করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকুন ইত্যাদি সচেতনতামূলক লেখা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ ইউনিটের সভাপতি এস.এম জান্নাতুল নাঈম, সদর ইউনিটের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কলেজ ইউনিটের সহ-সভাপতি হুসাইন আল মামুন, সাংগঠনিক সম্পাদক রওশান হাবিব নয়ন, দপ্তর সম্পাদক মো. জামাল হোসেন, প্রচার সম্পাদক আল শাহরিয়ার, সদস্য মো. সাগর হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, পূর্বেকার ন্যায় মানুষের মাঝে করোনা সচেতনতা এবং মাক্স ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় না রাখার ফলে অসচেতন মানুষকে সচেতন করাই হলো এই প্রচারণার মূল লক্ষ্য বলে জানান, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও উন্নয়ন-কর্মী গাজী আল ইমরান।
শ্যামনগরে এবার ভিন্নধর্মী প্রচারণায় মাঠে নেমেছে সিডিও ইয়ুথ টিম
https://www.facebook.com/dailysuprovatsatkhira/