সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে ‘‘আর্থিক ব্যবস্থাপনা টুলস এবং সামাজিক জবাবদিহিতা টুলস” বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) অক্সফ্যাম এবং সিপিডি এর অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর আর্থিক সহায়তায় পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের কর্মকৌশলে বাস্তবায়নে গণতান্ত্রিক সুশাসনে জন-সম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ (Enhancing the participation of community based organizations (CBOs) and CSOs in democratic governance in Bangladesh) উক্ত প্রকল্পের আওতায় ‘‘আর্থিক ব্যবস্থাপনা টুলস এবং সামাজিক জবাবদিহিতা টুলস” বিষয়ক প্রশিক্ষণটি প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার আটুলিয়া এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নে ২৫টি সিবিওর মধ্যে ১২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় প্রশিক্ষণটি পরিচালনা করেন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস এম. জাকির হোসেন ও বুড়িগোয়ালিনী ইউপি সচিব মো: রিয়াজুল ইসলাম। প্রশিক্ষণে সহযোগিতায় ছিলেন সিএসও প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ার মোমেনা খাতুন।
শ্যামনগরে আর্থিক ব্যবস্থাপনা টুলস এবং সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ক প্রশিক্ষণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/