আগস্ট ৬, ২০২০
শম্পা গোষ্মামীর কবল থেকে সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি : কালিগঞ্জ উপজেলার নলতায় “প্রেরণা” সাইন বোর্ডের আড়ালে বিতর্কিত শম্পা গোষ্মামী কর্তৃক এক ব্যক্তির পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত আব্দুস সোবহান সরদারের ছেলে মো. এহছানুল হক এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নলতা মৌজায় এসএ ৫৪৯, ৪৪৪ ও ৫৩৯ নং খতিয়ানের ১৬৭৮ ও ১৬৭৯ দাগে ১.২৩ শতক জমির রেকর্ডিয় মালিক হয়ে আমি ও আমার পিতা দীর্ঘ ৩৫/৩৬ বছর ধরে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছি। কিন্তু কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আনন্দ মোহনের স্ত্রী এলাকার শম্পা গোষ্মামী “প্রেরণা” সাইন বোর্ডের আড়ালে আমার রেকর্ডিয় সম্পত্তির আনু. ৫০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ জমি দখল করে ঘর নির্মাণ করতে থাকে। প্রতিবাদ করতে গেলে শম্পা গোষ্মামীসহ তার লোকজন আমাকে জেল খাটানোর হুমকি দিয়ে সরে যেতে বলে। এ ঘটনায় আমি নলতা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে তিনি ৭ জুলাই উভয় পক্ষকে হাজির হতে নোটিস করেন। কিন্তু নির্দিষ্ট দিনে শম্পা গোষ্মামী হাজির না হওয়ায় পুনরায় ৩ আগস্ট উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য অহবান করেন। এই দিনে সালিশে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এনামুল হোসেন ছোট, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, প্রধান শিক্ষক মোনায়েম হোসেন, শম্পা গোষ্মামীর প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। এ সময় আমি আমার সকল কাগজপত্র জমা দেই। উভয়পক্ষের কাগজপত্র দেখাকালে প্রতিপক্ষ নলতা মৌজার ২নং খতিয়ানে ১৩৭৬ দাগের দুই শতক কৃষিজমি ২০১৯-২০ সালের জুন মাস পর্যন্ত জেলা পরিষদ থেকে ইজারা গ্রহণের কাগজ জমা দেন। বিরোধীয় বিষয়টি পর্যালোচনার এক পর্যায় উঠে আসে যে, জেলা প্রশাসকের মালিকানাধীন জমি শম্পা কীভাবে জেলা পরিষদ থেকে ইজারা গ্রহণ করেছেন? এক পর্যায় মাপ-জরিপ করে বাস্তবতা দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মর্মে আমরা বাদী বিবাদী উভয়ে স্বাক্ষর করি। 8,960,920 total views, 16,670 views today |
|
|
|