Site icon suprovatsatkhira.com

রিমান্ড শেষে সাতক্ষীরা কারাগারে রিজেন্টের প্রতারক সাহেদ

নিজস্ব প্রতিনিধি : অস্ত্র আইনের মামলায় ১০ দিনের রিমান্ড শেষে করোনা টেস্ট জালিয়াতি ও প্রতারণার মামলার প্রধান আসামি সাহেদ করিমকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (০৫ আগস্ট) বেলা ১১টা ৪১ মিনিটে খুলনা থেকে কড়া নিরাপত্তার প্রহরায় সাতক্ষীরা আদালত আনা হয় সাহেদকে।

এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল করিম দেবহাটা আমলি আদালতে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়।

প্রসঙ্গত, ১৫ জুলাই সাহেদকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নীচ থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৬ জুলাই আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version