Site icon suprovatsatkhira.com

যেখানেই মাদক সেখানেই অভিযান: কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

শেখ শাওন আহমেদ সোহাগ : ‘আমি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর প্রায় এক বছর সময়ে থানাকে দালাল ও তদবিরবাজমুক্ত করেছি। শক্ত হাতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দুর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো লটারেন্স দেখাবে। তাই যেখানেই মাদক সেখানেই অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়ে অনেক মাদক ব্যবসায়ী ও মাদক দ্রব্য উদ্ধার করেছি’। শনিবার (৮ আগস্ট) বেলা ১১ টার দিকে কালিগঞ্জ থানা চত্বরে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন এসব কথা বলেন। কালিগঞ্জ থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস দুর করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তথ্য প্রদানের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার আহŸান জানিয়ে তিনি আরও বলেন, থানার চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ, থানার স্টাফদের মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, থানা চত্বরে চলাচলের জন্য রাস্তা নির্মাণ, শোভা বর্ধনের জন্য পরিত্যক্ত জায়গায় ফুল বাগান তৈরি, বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ, টাইলস দিয়ে গোল ঘর নির্মাণ, মসজিদ সংস্কার, গাড়ি ও সাইকেল গ্যারেজ তৈরিসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম-সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, তথ্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা বাবলা আহমেদ, কার্যনির্বাহী সদস্য আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, শিক্ষক আফজাল হোসেনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, ইমরান হোসেন, জিয়াউর রহমান, গোবিন্দ আকর্ষণ, অপর্ণা রাণী বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক তারেক রহমান ও খোন্দকার ফেরদৌস আমান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version