Site icon suprovatsatkhira.com

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি গোষ্ট বিহারী মন্ডল।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার যৌথ আয়োজেন জন্মাষ্টমীর আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার সহকারী পরিচালক অপূর্ব আদিত্য, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা: সুশান্ত ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, বিকাশ চন্দ্র দাশ, জয়মহাপ্রভ‚ সেবক সংঘের সম্পাদক সনাতন দাশ, এড. তারক চন্দ্র মিত্র, বাসুদেব সিংহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুষ্টের দমন আর সৃষ্টের পালন এ মন্ত্র নিয়ে মানুষকে রক্ষা করার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। প্রতিবছর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব বৃহত্তর পরিসরে হলেও করোনা পরিস্থিতির কারণে এবার সংকুচিত করা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মদিনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। কারণ সম্প্রতি সাতক্ষীরায় হিন্দুদের বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। যদিও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দল থেকে বহিস্কারও করা হয়েছে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে। কিন্তু এখনো পর্যন্ত তারা গ্রেফতার হয়নি। অবিলম্বে বক্তারা তাদের গ্রেফতারের দাবি জানিয়ে হিন্দু ধর্মালম্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version