Site icon suprovatsatkhira.com

বিশ বছর পর দেবহাটায় এসিল্যান্ড হিসেবে জহুরুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিনিধি : টানা বিশ বছর পর দেবহাটাতে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন মো. জহুরুল ইসলাম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫ তম ব্যাচের অফিসার। সোমবার সকালে দেবহাটায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন তিনি। এর আগে সর্বশেষ ২০০১ সালের পর থেকে এপর্যন্ত গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকলেও এসিল্যান্ড হিসেবে কাউকে দেবহাটায় পদায়ন করা হয়নি।

ফলে পদ থাকা সত্তে¡ও অফিসার না থাকায় অনেকটা ধীরগতিতে এবং জোড়াতালি দিয়ে কার্যক্রম চললেও, জমিজমা সংক্রান্ত সরকারি বহু সেবা পেতে হয়রানির শিকার ও বঞ্চিত হয়েছে উপজেলার সাধারণ মানুষ। এদিকে নব্য যোগদানকৃত এসিল্যান্ড জহুরুল ইসলামকে যোগদান পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন ও উপজেলা ভূমি অফিসের স্টাফদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version