নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন পরীক্ষায় ভাল ফলাফল করে সুনামের সাথে সাফল্য ধরে রেখে এবারও সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে চার জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি-‘২০২০ অনুষ্ঠিত পরীক্ষায় ট্যালেন্ট-পুলে ২ জন এবং জেনারেল গ্রেডে ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্ট-পুলে বৃত্তি পেয়েছে শেখ সামিরা রহমান (ব্যবসায় শিক্ষা) ও তামান্না পারভীন (ব্যবসায় শিক্ষা) এবং জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে তাসনিয়া তাবাস্সুম রিচি (বিজ্ঞান) ও প্রিতি সাহা (ব্যবসায় শিক্ষা)। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা জানায়, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী ও বিদ্যালয়ের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সেই সাথে শিক্ষক ও পিতা মাতার দোয়ায় আমাদের এই সাফল্য। সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মকসুমুল হাকিম বিদ্যালয়ের সাফল্যের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
বরাবরের ন্যায় এবারও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে চার জন শিক্ষার্থী বৃত্তি লাভ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/