প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ আগস্ট) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য কাজী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক খন্দকার আনিসুর রহমান আনিস, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী শাহাজাদা, জেলা যুবলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান মজনু মালী, আঃ ছালাম, আঃ সবুর, আসাদুল ইসলাম, নূরী আলম সিদ্দিকী মুকুল, জিয়াদ বিন জাদু, আব্দুল মুজিদ গাজী, সোহেল রানা, পৌর যুবলীগের আহŸায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহŸায়ক মো. মিলন, রবিউল, জাকির, শরিফ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আসাদুজ্জামান আসাদ, মো. সোহাগ হোসেন, মাসুদ, লিটন, আল আমিন, মুতালিব হোসেন পলাশ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।