আগস্ট ২৭, ২০২০
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিনিধি : ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ আগস্ট ২০২০ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১ টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘নারীদের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। অসহায় নারীরা যেন স্বাবলম্বী হয়ে কাজ করে খেতে পারে সেই লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ। করোনার সংক্রমণ রোধে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এ.কে.এম সফিউল আজম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও উপকার-ভোগীরা উপস্থিত ছিলেন। 8,952,964 total views, 8,714 views today |
|
|
|