Site icon suprovatsatkhira.com

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় দোষীদের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর অফিস : সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা শ্যামনগরবাসী ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অ্যাড. এস এম জহুরুল হায়দার বাবু(পিপি) সভাপতিত্বে মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, কৃষকলীগের সভাপতি এবিএম মনজুর এলাহী খোকন, যুবলীগ আহŸায়ক এস এম জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা এম মারুফ বিল্লাহ, যুবলীগ নেতা খোকন সানা, শ্রমিকলীগ নেতা সাহাজান আলী সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version