Site icon suprovatsatkhira.com

প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধী কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী সাতক্ষীরার বেসরকারি সংগঠন ডিআরআরএ এর সহযোগিতায় নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার আয়োজনে দেবহাটা উপজেলার হাদিপুরের ডিআরআরএ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ।

সভাপতিত্ব করেন নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন। আলোচনা করেন, প্রধান শিক্ষক শেফালি মুখার্জি, ইউপি সদস্য নুরবানু কাদেরী, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রোজেক্টের কো-অডিনেটর মুজিবর রহমান, উপজেলা সুপারভাইজার নজিফা খাতুন, সিএম সুবর্ণা খাতুন, হিসাবরক্ষক শিমুল গাঈন প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, কিশোরী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, ডিপিও সদস্য, সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version