নিজস্ব প্রতিনিধি : দেবহাটা এরিয়া প্রোগ্রামের দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলন কর্তৃক পারুলিয়া ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে হাইজিন কিট, হ্যান্ড ওয়াশিং সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পারুলিয়া ইউনিয়নের ৪৫ জন অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের মাঝে এসকল হাইজিন কিট, হ্যান্ড ওয়াশিং সামগ্রী বিতরণ করা হয়।
এই কার্যক্রমের আওতায় উপকার ভোগী প্রতিটি পরিবারকে একটি ট্যাপসহ ঢাকনা যুক্ত বালতি, একটি গামলা, একটি সাবান কেস, ১০ টি পুনরায় ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক, ৫ টি গায়ে সাবান, ১ কেজি ডিটারজেন্ট ও দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের শুরুতেই দেবহাটা এরিয়া প্রোগ্রামের ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার তার শুভেচ্ছা বক্তব্যে এই বিতরণের জন্য উপকার ভোগী বাছাইয়ের বিভিন্ন ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং হাইজিন কিট ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস হিসেবে যে সকল উপকরণ দেওয়া হচ্ছে তার ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করেন।
পাশাপাশি তিনি বলেন, বিতরণ কার্যক্রম সহ সকল কার্যক্রমে সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দেবহাটা এরিয়া প্রোগ্রাম সর্বদা সচেষ্ট রয়েছে। পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এর পক্ষে ইউ পি সচিব আব্দুল হাকিম তার শুভেচ্ছা বক্তব্যে দেবহাটা এরিয়া প্রোগ্রামের এই মানবিক কর্মকান্ডকে আরো সম্প্রসারিত করে বেশি সংখ্যক মানুষকে সাহায্য করার জন্য আহŸান জানান এবং সাথে সাথে দেবহাটা এরিয়া প্রোগ্রামের সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করার নিরন্তর প্রচেষ্টার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানান। এ সময় পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার পল ভক্ত মন্ডল, সুশীলনের প্রোজেক্ট অফিসার রাসেল আহমেদ, ফিল্ড সুপারভাইজার মিজানুর রহমান ও নীলকান্ত মন্ডল উপস্থিত ছিলেন।