শেখ শাওন আহমেদ সোহাগ/ আবু রায়হান : পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আসরের নামাজের পর নলতা শরীফ শাহী জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ আলহাজ্জ্ব শামছুর হুদা। নামাজ শেষে মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ্ব মাওলানা আবু সাঈদ।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন মরহুমার স্বামী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যার এসএম আতাউল হক দোলন, দেবহাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক খোকনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মরহুমার প্রথম জানাজা ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনে ও দ্বিতীয় জানাজা ভোর ৫টা ১৫ মিনিটে শ্যামলী কলেজ গেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত: গত বুধবার (১২ আগস্ট) রাত ৯ টায় ৫৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইলা হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভুগছিলেন।
পারিবারিক করব স্থানে চির নিদ্রায় শায়িত হলেন ডা: রুহুল হকের স্ত্রী ইলা হক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/