ডেস্ক রিপোর্ট : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়া বেড়িবাঁধ সংস্কার কাজে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খেয়াঘাট সংলগ্ন স্থানে স্থানীয় ইউপি সদস্য মো. আবিয়ার রহমান এর সঞ্চালনায় উক্ত চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।
উক্ত চাউল বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ও গাবুরা ইউনিয়নে নিযুক্ত ট্যাগ অফিসার মো. আনিছুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গাবুরা ইউনিয়নের সবকটি ওয়ার্ড থেকে নেবুবুনিয়া বেড়িবাঁধে কাজ করা সকল মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ টন চাউল বরাদ্দ দিয়েছেন। অবহেলিত গাবুরার মানুষের জন্য আহারের ব্যবস্থা হিসেবে চাউলের বরাদ্দ আনয়ন করায় সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাবুরাবাসী।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/