নওয়াপাড়া প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সার্বিক ব্যাবস্থাপনায় গাজীরহাটস্থ ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এলবাহার গাজী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক (লাভলু)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাহেব আলী), উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক বাবু অজয় ঘোষ।
অন্যান্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম কুমার রায় সহ প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন।
নওয়াপাড়ায় জাতির জনকের ৪৫ তম শাহাদত বার্ষিকীর প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/