Site icon suprovatsatkhira.com

দেবহাটা উপজেলায় সাইকো-সোস্যাল সাপোর্ট গ্রুপ গঠন

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলা সাইকো-সোস্যাল সাপোর্ট গ্রæপের কমিটি গঠন হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় টাউন শ্রিপুর শরচ্চন্দ্র হাই স্কুল হল রুমে এ কমিটি গঠন হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেবহাটা উপজেলার নারী ও পুরুষ নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট সাইকো-সোস্যাল সাপোর্ট গ্রæপ গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী। এ সময় শান্তি ও সম্প্রীতির লক্ষে যুব-তরুণদের প্রতি জ্যেষ্ঠদের কি ভূমিকা রাখতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া যুব-তরুণ ও জ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যকার ব্যবধান কমিয়ে আনা এবং সমাজকে সুশৃঙ্খল পদ্ধতিতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে একত্রে মিলে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। কোন যুব তরুণ উগ্রপন্থায় যেন জড়িয়ে না পড়ে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

উগ্রপন্থায় জড়িয়ে পড়ার প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং সমাজ থেকে যাতে কোন ব্যক্তি বিপথে ধাবিত না হয়, হারিয়ে না যায়, ধর্মীয় অপ-ব্যাখ্যার কবলে না পড়ে সে বিষয়ে একত্রে কাজ করার পরিকল্পনা করেন। একটি সহনশীল সমাজ গঠনে পরস্পরের মাঝে শাšিত্ম ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে পিস কনসোর্টিয়াম প্রকল্প আয়োজন করছে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ কর্মসূচী। যুব-তরুণ ও জ্যেষ্ঠ ব্যক্তিবৃন্দের সুদক্ষ ভূমিকা ও সম্পৃক্ত করতে পারলেই কেবল উগ্রতা, সহিংসতার বিপরীতে শান্তি-সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version