নিজস্ব প্রতিনিধি : দেবহাটার চররহিমপুরে এক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্রে জানা গেছে, চররহিমপুর গ্রামের মৃত ইমাম উদ্দীন সরদারের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরদার (৭২) এর রেকর্ডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক ইট সোলিং রা¯ত্মা করতে বাধা দেওয়ায় তাদের উপর এ হামলা চালানোয় তিনি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চররহিমপুর গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে মোহাম্মাদ আলী সরদার, মোহাম্মাদ আলীর ছেলে আরশাদ আলী সরদার মৃত সাবুরালী সরদারের ছেলে আহম্মদ আলী এবং মৃত সাবুরালী সরদারের ছেলে আশিকুর রহমান তার জমির উপর দিয়ে জোরপূর্বক ইট সোলিং করার চেষ্টা চালায়। এসময় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাধা দিলে তাকে এবং তার স্ত্রী আঞ্জুয়ারা খাতুনকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। একই সাথে প্রাণনাশের হুমকিও দেয় তারা। পরে ওই মুক্তিযোদ্ধা নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সোমবার রাতে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদšত্ম করে ব্যবস্থা নেওয়া হবে’।