Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বসতবাড়িতে চুরি আটক-১

নিজস্ব প্রতিনিধি : দেবহাটার সেকেন্দ্রারায় এক বসতবাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে একজন আটক হয়েছে। পরে স্থানীয়রা তাকে দেবহাটা থানা পুলিশের কাছে সোপর্দ করে। জানা গেছে, শনিবার দিবাগত রাতে সেকেন্দ্রা গ্রামের মৃত দুখে গাজীর ছেলে মুনসুর গাজীর বাড়িতে চুরি করতে যায় একই এলাকার মোজাম মোড়লের ছেলে লাভলু মোড়ল(২২)। সে এর আগে উপজেলার ছোটশান্তা গ্রামে বসবাস করত। কয়েক বছর পূর্বে সে সেকেন্দ্রা এলাকায় এসে নতুন করে বসবাস শুরু করেছে। শনিবার দিবাগত রাতে জনতার হাতে আটক হওয়ার পর দেবহাটা থানার এসআই আসিফ মাহমুদ সঙ্গিয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসে। দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, স্থানীয় জনতা ও গ্রাম পুলিশের সহায়তায় আটক হওয়া চোরকে গ্রেপ্তারের পর চুরি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নং-৬।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version