দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যা লঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক মহিলা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চিনেডাঙ্গা গ্রামের টেবর পাড়া এলাকায়। আহত মহিলা চিনেডাঙ্গা গ্রামের আনন্দ মালীর স্ত্রী শান্তি রানী দাসী বর্তমানে সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আহত মহিলার স্বামী আনন্দ মালী দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, চিনেডাঙ্গা গ্রামের ঘর জামাই খায়রুলের স্ত্রী রহিমা খাতুনের এবং তাদের পুত্র বধূর সাথে তাল কুড়ানোকে কেন্দ্র করে আনন্দ মালীর পুত্র বাবুল মালীর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটির এক পর্যায়ে খায়রুলের স্ত্রী রহিমা খাতুন আনন্দ মালীর পুত্র বাবুলকে তাড়িয়ে নিয়ে যায়। এ সময় বাবুল মালীর মা শান্তী রানী তাদের বাঁধা দেয়। ততক্ষনে প্রানের ভয়ে বাবুল দৌড়ে পালায়। পরে খায়রুলের পুত্র মাছুদুর, স্ত্রী রহিমা খাতুন এবং পুত্রবধূ নুর নাহার শান্তী রানীকে এলোপাতাড়ী মারপিঠ করলে শান্তী রানী মাটিতে লুটিয়ে পড়ে। পরে শান্তী রানীকে স্থানীয়রা উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।