Site icon suprovatsatkhira.com

দেবহাটায় চোরাই ভ্যানসহ আসামি গ্রেফতার

কাদের মহিউদ্দীন : দেবহাটা থানা পুলিশের অভিযানে চোরাই ভ্যানসহ জি আর মামলার এক আসামি আটক হয়েছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে রবিবার ভোর রাতে এসআই আবু হানিফ ও সঙ্গীয় এএসআই এসএম মোজাম্মেলসহ ফোর্স এর সহায়তায় দেবহাটা থানা এলাকা থেকে জি আর মামলার আসামি কুলিয়া এলাকার আ: মান্নানের ছেলে মাছুম (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি চোরাই ভ্যানও উদ্ধার করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, ‘বিচারার্থে রোববার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version