নিজস্ব প্রতিনিধি : কিশোরী প্রতিবন্ধীদের প্রতিবন্ধীতা এবং বয়ঃসন্ধিকালীন সমস্যা, মাসিক ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গর্ভকালীন যতœ ও ঝুঁকি এবং যৌন হয়রানি বিষয়ক সচেতনতায় কিশোরীর অভিভাবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বে-সরকারি প্রতিষ্ঠান নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রোজেক্টের আয়োজনে ডিআরআরএ’র সহযোগিতায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ, ডিআরআরএ’র ট্রেনিং সেন্টারে দিনব্যাপী পৃথক পৃথক ৩টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আরিফা খাতুন ও তপসি দাস, হাদিপুর ডিআরআরএ’র প্রশিক্ষণ কেন্দ্রে মাজেদা খাতুন, হাসিনা পারভীন, সায়েমা খাতুন ও জেসমিন পারভীন। প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরী প্রোজেক্টের উপজেলা সুপারভাইজার নজিফা খাতুন ও কো-অডিনেটর মুজিবর রহমান। দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৭৫জন কিশোরী প্রতিবন্ধীর অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়।
দেবহাটায় কিশোরী প্রতিবন্ধী অভিভাবকদের প্রশিক্ষণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/