নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলায় আন্তঃ মতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন-সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় দেবহাটা উপজেলার শ্রীপুর শরচ্চন্দ্র হাই স্কুল হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেবহাটা উপজেলার ধর্মীয় নেতা (ঈমাম, পুরোহিত) ১৫ জন ও পিস ক্লাবের সদস্য যুব তরুণ ১৫ জন মোট ৩০ জন আন্তঃ মতাদর্শিক সংলাপে অংশ নেয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শান্তি ও সম্প্রীতি রক্ষার অনুষঙ্গ কি? ধর্মীয় নেতারা কি ভাবে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখতে পারেন, সমাজের প্রতি শান্তি ও সম্প্রীতি রক্ষায় যুবদের কি ভূমিকা রাখা উচিত, ভিন্নমতের পথের শান্তিপূর্র্ণ সহাবস্থান নিশ্চিত করতে একত্রে যুব ও ধর্মীয় প্রতিনিধিরা কি করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপান্তর প্রতিনিধি তহিদুজ্জামান তহিদ।
দেবহাটায় আন্তঃ মতাদর্শিক সংলাপ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/