নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে জোরপূর্বক জাকিয়া পারভীন (১৪) নামে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮ টার দিকে। স্থানীয় সূত্র জানান, উপজেলার বাজারগ্রাম কাশেমপুর এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী জাকিয়া পারভীনকে তার মতের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করছিল।
সোমবার জাকিয়াকে দেখতে আসে পাত্রপক্ষ। তবে এই বিয়েতে মত ছিল না তার। পরবর্তীতে মঙ্গলবার সকালে ওই ছাত্রী পরিবারের উপর অভিমান করে সকলের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/