আগস্ট ১২, ২০২০
তালায় সম্পত্তি দখল ও মারপিটের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি : তালা উপজেলার হাজরাকাটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের নির্মাণাধীন উপাসনালয় চার্চের সম্পত্তি অবৈধভাবে দখল ও সেখানে অবস্থানরত খ্রিস্টান সম্প্রদায়ের লোকজদের মারপিট ও খুন জখমের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান স্বপন সরকার উপরোক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে হাজরাকাটিতে দরিদ্র, অসহায় ও এতিম শিশুদের লেখাপড়া করার জন্য সেখানে একটি চার্চ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকজন। তিনি লিখিত বক্তব্যে বলেন, চার্চ নির্মাণে তারা হাজরাকাটি মৌজায় ৭০৫ দাগে ২৫১ খতিয়ানে ৭ শতক সম্পত্তি একই এলাকার মৃত আবদুল বারি শেখের দুই ছেলে নাজিমুদ্দিন শেখ, শিহাব শেখ এবং মেয়ে নফুরন ও জানুয়ারার নিকট থেকে গত ২৩/০৩/২০২০ তারিখে প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে স্বপন সরকারের নামে ক্রয় করেন। উল্লেখ্য, আবদুল বারি ও তার পরিবার বিক্রীত ওই সম্পত্তি দীর্ঘ ৭২ বছর ভোগদখল করে আসছিলেন। 8,610,849 total views, 2,506 views today |
|
|
|