নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে চিংড়ী ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে এক গরীব কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম লুৎফর নিকারী (৬০) তিনি তালা সদরের জেয়ালা নলতা এলকার মৃত আইজুল নিকারীর ছেলে। গত সোমবার দিবাগত রাত ১১ টার দিকে জিয়ালা নলতা গ্রামের মাঠে মাছের ঘেরে এ ঘটনা ঘটে। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ওই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ ওঠা আওয়ামী লীগ নেতার নাম সরদার মশিউর রহমান। তিনি তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এঘটনায় তালা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনি।
নিহতের ভায়ের ছেলে রুহুল আমিন জানান, রাতে হাজরাকাটি-জেয়ালানলতা গ্রামের মধ্যবর্ত্তী নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরছিলেন লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী। খালের সাথে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মৎস্য ঘেরের ভেড়ী বাঁধ রয়েছে। সেলিমকে খাল থেকে ধরে আটকে রাখেন সরদার মশিয়ারের ঘেরের কর্মচারীরা। রাত ১১ টার দিকে আ.লীগ নেতা সরদার মশিয়ার রহমান জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় কৃষক লুৎফর নিকারী ছেলেকে উদ্ধার করতে সেখানে গেলে সরদার মশিয়ার রহমানসহ তার সাথে থাকা ঘের কর্মচারীরা বেদম মারপিট করে। মারপিট করে তার চাচাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী ছবিরন নেছা বলেন, তার স্বামী কৃষি কাজ করে সংসার নির্বাহ করে আসছিলো। অভাব অনাটনের কারনে মাঝে মধ্যে খাল বিলে মাছ ধরে বাজারে বিক্রি করে সরকারি খালে মাছ ধরার সময় উপজেলা ভাইসচেয়ারম্যান পিটিয়ে তার স্বামীকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করে কান্নায় ভঙে পড়েন।
এ ঘটনায় গ্রামবাসি জানান, লুৎফর নিকারী গরীব কৃষক। উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার তাকে পিটিয়ে হত্যা করেছে এমন খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ রাস্তায় নেমে গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় তারা তালা পাইকগাছা সড়ক অবরোধ করে রাখে। রাস্তা অবরোধ ও থাকা ঘেরাও করার পর পুলিশ হত্যাকারী সরদার মশিয়ারের নামে মামলা গ্রহন করে। পরে গ্রামবাসি চলে যায়।
আওয়ামীলীগ নেতা সরদার মশিয়ার রহমান থাকা হজতে বসে সাংবাদিকদের বলেন, লুৎফর নিকারীকে মারপিট করা হয়নি। তিনি অসুস্থ্য ছিলেন। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার বলেন, নিহত লুৎফর নিকারীর মৃত্যু হাসপাতালে ভর্তির আগেই হয়েছিলো। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, নিহতের ছেলে সেলিম নিকারী বাদী হয়ে একটি হত্যা মামলা (নং-০৭) মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তালা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আ.লীগ নেতা সরদার মশিয়ার রহমানকে থানায় আনা হয়। মামলা হওয়ার পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামী গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তালায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে সড়ক অবরোধ করে ভিক্ষোভ, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/